ধর্মপাশায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় গতকাল বুধবার দুপুর বারটায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মশালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামীলীগগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়াও এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,নারী প্রতিনিধি,বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।