মধ্যনগরে স্বামীর আঘাতে স্ত্রী খুন থানায় মামলা স্বামী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ চয়ন কান্তি দাস, ধর্মপাশা প্রতিনিধিঃ মধ্যনগরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর রডের আঘাতে রোজেলী দাজেল (৪৪) নামে এক গৃহ বধু খুন হয়েছেন।এ ঘটনায় রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে নিহতের পাষন্ড স্বামী অভিযুক্ত আবেল সাংমাকে (৪৭) গ্রেপ্তার করেছে। তবে এ ঘটনায় নিহতের ভাই আদম দাজেল (৩৯) বাদী হয়ে নিহতের স্বামী আবেল সাংমাকে (৪৭) আসামী করে মধ্যনগর থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছেন । শনিবার রাত নয়টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নব গঠিত মধ্যনগর উপজেলার বাঙালভিটা গ্রামের বাসিন্দা আবেল সাংমা শনিবার রাত নয়টার দিকে বাজার থেকে একটি মোরগ কিনে বাড়িতে নিয়ে যান এবং রাতেই মোরগটি রান্না করে দেওয়ার জন্য তিনি তার স্ত্রী রোজেলী দাজেলকে নির্দেশ দেন। এ নিয়ে তারা স্বামী- স্ত্রী দুইজনের মধ্যে বাক্- বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বামী আবেল সাংমা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার রড নিয়ে স্ত্রী রোজলী দাজেলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী আবেল সাংমাকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নিহতের স্বামী আবেল স্ংমাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলা নং (০৫) ৩১/০৭/২০২২ধারা দন্ড বিধি ৩০২ (প্যানেল কোড ) । আসামীকে আগামী কাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে । Share this:FacebookX Related posts: মধ্যনগরে সার ডিলারকে জরিমানা মধ্যনগরে বন্যার্তদের পুনর্বাসনের দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ রাণীনগরে শিক্ষার্থীদের সামনেই শিক্ষিকাকে থাপ্পর মারল দপ্তরী! থানায় মামলা তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন চা বাগানে ভাইয়ের হাতে ভাই খুন কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ধর্মপাশায় খাদ্য গোদামে বোরো ধান সংগ্রহ শুরু ধর্মপাশায় বালক অনুর্ধ্ব ১৭ ফুটবল দলকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: থানায় মামলামধ্যনগরেস্ত্রী খুনস্বামী গ্রেফতারস্বামীর আঘাতে