বৃষ্টি হলেই ধর্মপাশার নতুনপাড়া ও কামলাবাজ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক হল ধর্মপাশা সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ এলাকার সড়কটি। এই সড়কটি কামলাবাজ গ্রামের বাসিন্দা মানিক পালের বাড়ি হতে নারায়ন কির্তনীয়ার বাড়ি পর্যন্ত ও শয়তানখালী সেতু হতে কাজী অফিস পর্যন্ত। এই সড়কটিতে একটু বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজ সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য দেখা গেছে। এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে যে, এ সড়কটি উপজেলার একাট খুবই গুরুত্ব পূর্ণ সড়ক। ধর্মপাশা সরকারি কলেজ, জনতা মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় ও মহা বিদ্যালয়ে নিরাপদে যাতায়াতের একমাত্র সড়ক এটি। আর এই। গুরুত্বপূর্ণ সড়কটিতে একটু বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ফলে এখানকার ছাত্র-ছাত্রী সহ এই এলাকার জন সাধারনকে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থনীয় বাসিন্দারা এ জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পেতে ও জলাবদ্ধতার সমস্যা স্থায়ী ভাবে নিরসনের জন্য প্রশাসন সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন। দক্ষিন কামলাবাজ গ্রামের বাসিন্দা ও সুশীল সমাজের ব্যক্তিত্ব সমরজিৎ রায় (উদয়) বলেন, এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে এ এলাকার বাসিন্দা ছাড়াও স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এ পথে যাতায়াত করে থাকে। যে কোনো সময় একটু বৃষ্টি হলেই সড়কের উপর ১ থেকে ২ ফুট পানি জমে জলাবদ্ধতার সৃস্টি হয়ে যায়। এমনকি বাসাবাড়ি সহ নিচতলা ঘরে পানি ডুকে যায়।ফলে এখাকার বাসিন্দাসহ ছাত্র-ছাত্রীদের চলাচল সহ বসতবাড়িতে রান্নার কাজেও অনেক দুর্ভোগ পোহাতে হয়। এ জলাবদ্ধতা খেকে পরিত্রাণ পেতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি ও এ জলাবদ্ধতা দ্রুত সমাধানের দাবী জানাচ্ছি। ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা (হিমু) বলেন, এই জলাবদ্ধতা নিরসনে কাজী অফিস হতে কামলাবাজ মানিক পালের বাড়ি পর্যন্ত ড্রেইনেজ সহ রাস্তা মেরামত প্রক্রিয়াধীন আছে। সময় সাপেক্ষে তা সমাধান হয়ে যাবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ বলেন, কাজী অফিস হতে কামলাবাজ মানিক পালের বাড়ি পর্যন্ত সড়কের ড্রেইনেজ সহ রাস্তা মেরামতের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। Share this:FacebookX Related posts: ধর্মপাশার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা ধর্মপাশার মধ্যনগর থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা ধর্মপাশার জনপ্রিয় যাত্রাভিনেতা ও কিতর্নীয়া মনি চন্দ্র সিংহের পরলোক গমন টাঙ্গুয়ার হাওরে জেলেরুপী দুবৃক্তদের হামলায় পাঁচ জন আহত তাহিরপুরে মাটি বোঝাই হ্যান্ডট্রলি উল্টে মাদ্রাসা ছাত্র নিহত তাহিরপুরে চিকিৎসকের বেতনের টাকায় কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ শেরপুরে যানবাহন ও ঘর-বাড়ি জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও সচেতনতামূলক নির্দেশনা গুমাই নদীতে ট্রলার ডুবিতে ১০ জনের লাশ উদ্ধার মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা সৎছেলের ছুরিকাঘাত মা-বোন-ভাইসহ ৩ জন নিহত দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ SHARES Matched Content দেশের খবর বিষয়: কামলাবাজধর্মপাশারনতুনপাড়াবৃষ্টি হলেইসড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা