ধর্মপাশায় এমপি রতন ও চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তার আপন ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে প্রতিবাদে এবং দলীয় নেতাকর্মীদের হয়রানীমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন তালুকদার, অ্যাড. আব্দুল হাই তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন শাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাফায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।