সাভারে ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

অনলাইন ডেস্ক : সাভারের আমিনবাজার থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য জানান।

এর আগে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সাভারের আমিনবাজার তুরাগ নদীর পাড়ের হিজলা ঘাটলা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটককৃতরা হলেন- আমিনবাজার এলাকার সালেহপুর দেওয়ান বাড়ির মো. নাছের (৩৫), কাউন্দিয়া এলাকার গাংনাতপুরের মো. রমজান আলী (৫৫) ও শেরপুর সদর এলাকার রোহা বেপারি পাড়ার মহিউদ্দিন (৫০)।

পুলিশ জানায়, সোমবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে কতিপয় মাদক ব্যাবসায়ী আমিনবাজারের তুরাগ নদীর পাড়ে ভ্রাম্যমাণ অবস্থায় মাদক বেচাকেনা করতেছে এমন খবর জানা যায়। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ সময় তাদের নিকট থেকে ৫৫ লিটার চোলাই মদ ও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।