কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ৩৫ কেজি গাঁজা ২টি মিনিট্রাক’সহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবের দূর্জয় মোড় এলাকা থেকে পৃথক ২টি অভিযানে ৩৪.৭ কেজি গাঁজা, ২টি মিনিট্রাক’সহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৭/০১/২০২০ ইং তারিখ ২৩.৩০ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশীকালে ০৮/০১/২০২০ ইং তারিখ আনুমানিক ০০.১০ ঘটিকার সময় পূর্বে সংবাদ প্রাপ্ত ঢাকা মেট্রো-ড-১১-৭১৮২ নীল রংয়ের মিনি ট্রাকটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে আসে।

উক্ত ট্রাকটির পিছু ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন “ন্যাশনাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক কেয়ার” এর সামনে ০০.১৫ ঘটিকার সময় ট্রাকটি ১। মোঃ ফয়সাল (৩৫)(চালক), পিতা-নূর মিয়া, ২। মোঃ ইউনুস মিয়া(৪০) (হেলপার),পিতা-মোঃ বিল্লাল মিয়া, উভয়সাং-রসুলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ’সহ আটক করা হয়।

আটককৃত ট্রাক তল্লাশী করে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় (ক) ১৫.৭০০ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১ টি মিনিট্রাক জব্দ করা হয়। পুনরায় ভৈরব র‌্যাব ক্যাম্পের আভিযানিক দলের সদস্যরা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন।

তল্লাশীকালে ০৮/০১/২০২০ ইং তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকার সময় পূর্বে সংবাদ প্রাপ্ত ঢাকা মেট্রো-ন-২০-১৭৮১পিক আপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে আসে।

তখন উক্ত পিকআপটির পিছু ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় ০১.৩৫ ঘটিকার সময় পিকআপটি ১। সোহেল (২৩)(চালক), পিতা-মোঃ শাহজাহান, ২। মোঃ ওসমান(২২) (হেল্পার), পিতা-মৃত বসু সোহেল, উভয়সাং-চিরকা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর’সহ আটক করা হয়।

আটককৃত পিকআপটি তল্লাশী করে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় (ক) ১৯ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১ টিপিকআপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৬,৯৪,০০০/- টাকা।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃক আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।