সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : রাজধানীর সন্নিকটে সাভারের আমিনবাজার থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, মিরপুরের এএসপি জিয়াউল ইসলাম। এর আগে ১০ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সাতক্ষীরা জেলার মোঃ মোশারফ হোসেন (৫৬) ও নড়াইল জেলার মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির কাজী (২৬)। তারা দুইজনই মাদকের ব্যবসা করতেন। সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ জব্দ করা হয়। এসময় পিকআপ এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ১ হাজার বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে পিকআপ এর মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে। র্যাব ৪, মিরপুরের এএসপি জিয়াউল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর এরকম অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার ভৈরবে ১৪৮০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী আটক সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ সাভারে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রয়কারী মিঠু গ্রেফতার সাভারে চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ SHARES Matched Content অপরাধ বিষয়: ২ মাদক ব্যবসায়ী আটকফেনসিডিলসহসাভারে