মধুখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : ফরিদপুরের মধুখালীতে ৪৬০পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়।

সোমবার মধুখালীর আড়পাড়া এলাকা থেকে আটক করে র‌্যাব-৮।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মধুখালীর আড়পাড়া গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সিপন কাজীকে (৩২) আটক করা হয়।

আটক সিপন কাজী ফরিদপুরের মধুখালীর আড়পাড়ার মৃত লায়েক কাজীর ছেলে।

উরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।