সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : সাভারের জাহাঙ্গীরণগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গকুলনগর এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়ি থেকে নব্য জেএমবি’র আইটি বিশেষজ্ঞ তানভীর আহম্মেদের স্ত্রী শায়লা শারমিনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এসময় তানভীর আহম্মেদ বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এক প্রেস ব্রিফিয়েংর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটক শায়লা শারমিন গাজীপুর জেলার সদর থানা এলাকার বহরীয়াচালা গ্রামের দুলাল আহম্মেদের মেয়ে। সে এইচএসসি পাশ করেছে। তার স্বামী তানভীর আহম্মেদ রাজধানীর বনশ্রী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সে জাহাঙ্গীরণগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের নিয়মিত ছাত্র বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘বগুড়া গোয়েন্দা পুলিশের একটি মামলার অনুসন্ধানের সূত্র ধরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই বাড়িতে নব্য জেএমবির আইটি বিশেষজ্ঞের সন্ধান পায়। পরে দুপুরের পর থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে সন্ধায় বাড়িতে প্রবেশ করে পুলিশ। এসময় বাড়ির ভিতর থেকে এক নারীকে আটক করা হলেও তার স্বামী পলাতক রয়েছে।’ তিনি আরো বলেন, ‘বাড়িটি তল্লাশি করে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি খেলনা পিস্তল, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, স্বয়ংক্রিয় ভাবে কাজ করার মত কিছু সরঞ্জাম ও কয়েকটি পেট্রোল বোমা পাওয়া গেছে। দূর থেকে হামলা চালানো যায় এমন কিছু সরঞ্জামও এখানে পাওয়া গেছে। আজকের মতো অভিযান সমাপ্ত ঘোষনা করা হলেও ওই চক্রকে আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’ এর আগে সোমবার বিকেলে আশুলিয়ার গোকুলনগর এলাকার প্রবাসী আক্তার হোসেনের বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। বাড়িটির তত্বাবধানে ছিলেন আক্তার হোসেনের ভায়রা শাহজাহান সরদার। ওই নারীসহ তার স্বামী ১৫ থেকে ২০ দিন আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। দুই তলা ভবনের পুরো বাড়িটিতে তারা দুই জনই থাকতো বলে জানা গেছে এবং বাড়ির গেটে সবসময় তালা ঝুলানো থাকতো। Share this:FacebookX Related posts: সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! সাভারে চিকিৎসকের মরদেহ উদ্ধার রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: জঙ্গি আস্তানানারী আটকবিস্ফোরক ও অস্ত্র উদ্ধারসাভারে