সোনারগাঁওয়ে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ব্রীজ এলাকায় ইয়াবা পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাদের কাছে ২৫,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মাইক্রোবাস।
বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন মোঃ রাজু (৪২), হায়দার (২৮), মোছাঃ কল্পনা (২৭) ও মাহমুদা আক্তার রেশমা (২২) এবং অজ্ঞাত ১ নারী।

র‍্যাব জানায়, বুধবার দুপুর ২টায় মেঘনা ব্রীজ এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে। এসময় ২৫,৪০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাইক্রোবাসে বিভিন্ন আনন্দ ভ্রমনের নামে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব।