সাভারে চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : সাভারে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম। পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে।জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ দুপুরে চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। এঘটনায় দুপুরেই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটক এ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত বলে থানা সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। সম্প্রতি তার পিতাকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। Share this:FacebookX Related posts: সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার সালথায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক SHARES Matched Content অপরাধ বিষয়: আওয়ামী লীগ নেতাগ্রেফতারচাঁদা দাবির অভিযোগেসাভারে