সাভারে চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : সাভারে ১৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে।জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদা বাজির মামলা দায়ের করলে পুলিশ দুপুরে চাঁপাইন এলাকা থেকে তাকে আটক করে। এঘটনায় দুপুরেই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটক এ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত বলে থানা সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে। সম্প্রতি তার পিতাকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, চাঁদা চাওয়ার অভিযোগে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।