বিনা টিকিটে ভ্রমণ, ৬৫ রেলযাত্রীকে জরিমানা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

অনলাইন ডেস্ক : বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ২২ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, সোমবার টিকিটবিহীন মোট ৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২২ হাজার ৭০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান নিয়মিত চলবে।