পাকিস্তানের নেতারা চায় তাদের দেশটা বাংলাদেশের সমান হোক – রেলপথ মন্ত্রী সুজন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী বলেন, “পাকিস্তানের প্রধান মন্ত্রী ও নেতারা চায় তাদের দেশটা বাংলাদেশের সমান হলেই তারা খুশি। যে পাকিস্তান বাংলাদেশকে শোষন করতো, ঘৃণা করতো, বাঙ্গালীদের বাঙাল বলে গালি দিতো তারা এখন বাংলাদেশের সমান হতে চায়। তারা কতদূর পিছিয়ে গেছে তাদের নেতাদের মুখ থেকেই তা প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের এক টাকা সমান তাদের দুই টাকা।”

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি।

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওহেদুজ্জামান সুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী বর্মন, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জব্বার প্রমুখ। সূচনা বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী।

মন্ত্রী আরও বলেন, “গত পনেরো বছরের চেয় এখন মানুষের জীবন যাত্রার মান অনেক বেড়েছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভূমিহীন ও গৃহহীন মানুষের বাড়ির ব্যবস্থা করে দিচ্ছে। হিজড়া, বেদে, উদ্বাস্তু সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। আগে শহরের মানুষ শুধু বিদ্যুৎ পেতো এখন গ্রামগঞ্জে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকারকে আবার ক্ষমতায় আনা দরকার।”