হাওরে ধান কাটতে শ্রমিক পাঠালো পুলিশ

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন হাওর অঞ্চলে ইরি-বোরো মৌসুমের ধান কাটতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত রেখে শ্রমিক পাঠিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
বুধবার বিকেলে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম উপজেলার বলাহার এলাকা থেকে চলনবিল এলাকায় ট্রাকে করে প্রথম ধাপে ৬০ জন কৃষি শ্রমিককে পাঠান।

দীর্ঘ দিন পর কাজে যেতে পেরে খুশি এলাকার কৃষি শ্রমিকরা।

হাকিমপুর-ঘোড়াঘাটের সার্কেল এএসপি আখিউল ইসলাম জানান, দেশের খাদ্যের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে যে শ্রমিকরা প্রতি বছর ধান কাটতে যায় ওইসব অঞ্চলে যায়, তাদের শর্ত সাপেক্ষে শ্রমিক সঙ্কট এলাকায় ট্রাকে করে শ্রমিক পাঠানো শুরু করেছি। প্রথম দিনে ৬০ জনের একটি দল পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও পাঠানো হবে।