ইউনিয়ন আ’লীগের ৫ নেতাকর্মী বহিস্কার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আ’লীগের ৪ নেতাকে লাঞ্ছিতের ঘটনায় ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ ৫ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রোববার রাতেই এক জরুরী সভায় তাদেরকে বহিস্কার করা হয়। এর আগে বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে লাঞ্ছিতের ঘটনা ঘটে। বহিস্কৃতরা হলেন, শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, আব্দুল কাদের তালুকদার, নুরুল ইসলাম ও ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ওমর ফারুক। লাঞ্চিতের স্বীকার নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, যুগ্ম সম্পাদক সরকার রকীব আহমেদ, আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক সাইফুর রহমান ও প্রভাষক বদরুল আলম। এ ঘটনায় ইউনিয়ন আ’লীগের সভাপতিসহ ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন লাঞ্চিতের স্বীকার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরকার রকীব আহমেদ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই মাদরাসা মাঠে ৯ নং ওয়ার্ড (উত্তর তিলাই) কাউন্সিল করার জন্য উপজেলা আওয়ামী লীগের ৪ নেতা ধলডাঙ্গা বাজারের কাছে পৌঁছলে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের নেতৃত্বে গাড়ি আটকে তাদেরকে শারীরিক লাঞ্চিত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ এক জরুরী সভায় ওই ৫ নেতাকর্মীকে সাময়িক বহিস্কার করে। এ ব্যাপারে ১৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ জানান, দীর্ঘদিন থেকে আলতাফ হোসেনের নেতৃত্বে গুটি কয়েক নেতাকর্মী বিভিন্ন অপকর্ম করে আসছে। এবার কাউন্সিলে তাদের পদ না থাকার ভয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। সাংগঠনিক ভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভূরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান মামলা দায়ের সত্যতা স্বীকার করেছেন। Share this:FacebookX Related posts: গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যা পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশী দেশে ফিরলো গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের বিক্ষোভ কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫ নেতাকর্মী বহিস্কারইউনিয়ন আ'লীগের