বিরামপুরে চাল আত্মসাতের অভিযোগে ম্যানেজার আটক, ডিলার পলাতক

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে সরকারি বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল আত্মসাতের অভিযোগে সুলতান মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা বাজারে ৬ বস্তা চাল সহ তাকে আটক করা হয়।

আটককৃত সুলতান মাহমুদ দিওড় ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে এবং চাল ডিলার মোতাহার হোসেন এর ম্যানেজার।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুর রহমান জানান, ডিলার মোতাহার হোসেন সরকারি বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির এই চাল বিতরণের কার্যক্রম চালাচ্ছিলেন। এরই মধ্যে সেখান থেকে ৬ বস্তা (২৭২ কেজি) চাল আত্মসাতের অপচেষ্টায় ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় জনতা আটক করে, আমাদের খবর দেয়। তৎক্ষণাৎ আমরা সেখানে যাই এবং ডিলার মোতাহার হোসেন এর ম্যানেজার সুলতান মাহমুদ কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ডিলার মোতাহার হোসেন ও চাল ক্রেতা মতিন পালিয়ে যান।

তিনি আরো জানান, এ ঘটনায় ডিলার মোতাহার হোসেনের ডিলারশীপ বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।