পঞ্চগড়ের বোদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় গণতন্ত্রের মানসকন্যা প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বোদা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বোদা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা, দোয়ার মাহফিল ও কেক কেটে প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।

এসময় বোদা উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র অ্যাড. ওয়াহেদুজ্জামান সুজা, সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান মোকলেছার রহমান জিল্লু, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আফছারুল ইসলাম, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবীলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।