পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার রাতে নাগেশ্বরীতে চারজন ও শুক্রবার সকালে রাজারহাটে একজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, একই এলাকার শহিদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া, মা সুফিয়া বেগম ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহীধর আমিন বাজার এলাকার বাসিন্দা সিরাজ আলী। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা রিজভী পরিবহনের একটি নৈশকোচ রায়গঞ্জ আলেপের তেপতি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। শাহানাজ বেগম নামের একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের পর বাসটি জব্দ করা হয়েছে। এদিকে, শুক্রবার সকালে রাজারহাট উপজেলায় আমিন বাজার এলাকায় ট্রাকচাপায় সিরাজ আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, সেলিমনগর থেকে ভ্যান চালিয়ে ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী প্রায় ২ লাখ পঞ্চগড়ে হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচন : ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ ২২ টাকার হেক্সিসল ১৫০ টাকায় বিক্রি,জরিমানা গুনলেন ব্যবসায়ী পঞ্চগড়ে পুলিশের এক এএসআই করোনায় আক্রান্ত পঞ্চগড়ে আম গাছ থেকে পরে কিশোরের মর্মান্তিক মৃত্যু রংপুরে ধর্ষক স্কুল শিক্ষকের বহিস্কার ও শাস্তি দাবিতে মানববন্ধন মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সীমান্তে নির্মাণাধীন পাঁকা স্থাপনা ভেঙ্গে দিল বিজিবি পঞ্চগড়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: