লেগুনায় ট্রাকের চাপা, নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২২ অনলাইন ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় লেগুনায় ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন লেগুনার ১০ যাত্রী। মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে উপজেলার ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বানেশ্বর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে সুমনুজ্জামান (৩৮) ও চারঘাট উপজেলার রাসেদুল ইসলাম (৩০)। আহতরা হলেন- ভোদর মিয়া (৫৫), রাসেল (২১), জিল্লুর রহমান (২২), সাগর আলী (২২), রনি (২৭), মঞ্জুরা বেগম (৬৫), পিঞ্জিরা (৩০), তুফান (৮) ফেরদৌসী (৪৫) ও আব্দুল্লাহ (১৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর থেকে একটি ট্রাক রাজশাহী শহরের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি লেগুনা জেলার পুঠিয়া থেকে নাটোরের দিকে যাওয়ার সময় ঘোষপুকুর নামক স্থানে পৌঁছালে ট্রাকটি লেগুনাকে চাপা দেয়। এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে লেগুনার যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও রাসেুদলসহ গুরুতর আহত লেগুনার যাত্রী সবাইকে পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালে নেয়ার পথে রাশেদুল ইসলাম মারা যায়। পবার হাইওয়ে ফাঁড়ি পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতেই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজন কোন অভিযোগ ছাড়াই মরদেহ দাফন করার অনুমতি চাইলে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ নওগাঁয় বজ্রপাতে নিহত ২ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পিকআপ চাপায় নিহত ২ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪ নওগাঁয় বাসচাপায় নিহত ২ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আধাপাকা ধানের উপর রাখা হচ্ছে খাল খননের মাটি গৃহবধুর মরদেহ হাসপাতালে রেখে উধাও স্বামী SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রাকের চাপানিহত ২লেগুনায়