জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানান। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। নতুন আক্রান্ত ৪ জনই কালাই উপজেলার বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম সূত্র জানায়, সোমবার সকালে আইইডিসিআর থেকে ১শ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৪ জনের পজেটিভ পাওয়া যায়। এছাড়াও একজনের ফলোআপ রিপোর্ট পাওয়া গেছে তাও পজেটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

করোনা যুদ্ধে জয় লাভ করায় গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজির আইসোলেশন থেকে রোববার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। করোনা যুদ্ধে জয় লাভ করায় তাদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

অপরদিকে, নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপনকৃত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ২৫ জনকে মুক্ত ঘোষণা করা হয়েছে। তাদের হাতে উপহার হিসেব গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ জনসহ জেলায় এক হাজার ২৭২ জনকে কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ১৫৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭২ জন ও আইসোলেশনে ৪৩ জন।

জেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে ব্যবসা পরিচালনার জন্য সোমবার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

সভায় জেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ বন্ধসহ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝঁকি আছে’ সম্বলিত ব্যানার টাঙ্গানো, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা এবং রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বের না হওয়াসহ অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আনু মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বেলায়েত হোসেন লেবু, মাহবুব আলম।