সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার সকালে ২০ বিজিবির অধীন কয়া বিওপির সদস্যরা ফেন্সিডিলগুলো উদ্ধার করে।
জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, এ ঘটনায় মাদক কারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। মাদক চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে আসছে এমন গোপন খবর পেয়ে কয়া বিওপির বিজিবি সদস্যরা চেচঁড়া সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ফেন্সিডিলগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে সেখান থেকে ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ ৭৬ হাজার টাকা।