সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক সড়কে ওপর বসা ধানের হাটে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন। আর রনি ভ্যান চালক। ভ্যানে কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন। দুজনই ঘটনাস্থলে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক খাম্বা এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করা হচ্ছিলো। এসময় উপজেলার জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুইজন নিহত এবং ১৩-১৪ জন আহত হন। ট্রাকটি ব্রেক ফেল করেছিল। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি বলেন, আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালকও গ্রেফতার হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নওগাঁয় বজ্রপাতে নিহত ২ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ সড়ক দুর্ঘটনায় বিজিবির দুই ল্যান্স নায়েক নিহত, আহত ৫ নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৫ কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ পিকআপ চাপায় নিহত ২ বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: আহত ১৪নিহত ২সড়ক দুর্ঘটনায়