নওগাঁয় বাসচাপায় নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : নওগাঁর মান্দায় যাত্রীবাহী একটি বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের মৃত মেকু সরদারের ছেলে আব্দুস সাত্তার (৬০) এবং একই ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত লফের আলীর ছেলে খোরশেদ আলী (৪৫)। এদের মধ্যে আবদুস সাত্তার ভ্যানে করে গ্রামে গ্রামে থান কাপড় বিক্রি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা দোলন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস পথচারী খোরশেদ সরদারকে চাপা দিয়ে রাস্তার অপর পাশে থাকা আবদুস সাত্তারের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুস সাত্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, যাত্রীবাহী বাসটি দেলুয়াবাড়ি এলাকায় আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁয় বজ্রপাতে নিহত ২ নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ সামাজিক দুরত্ব বাজায় রাখতে নওগাঁয় কঠিন অবস্থানে সেনাবাহিনী নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় নওগাঁয় প্রধানমন্ত্রীর আর্থিক সহয়তা পেলেন ৩০০ পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: নওগাঁয়নিহত ২বাসচাপায়