মহানবী মোহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে সুখাইড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন আয়েশা (রা:) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ধর্মপাশা উপজেলার সুখাইড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নবী প্রেমীক তৌহিদী ধর্মপাশা উপজেলার সুখাইড় এলাকার যুব সমাজের আয়োজনে রবিবার দুপুরে সুখাইড় ইউনিয়ন উপ সাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলি বের হয়। মিছিলটি সুখাইড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সুখা্পইড়, নোওয়াগাঁও ,বিনোদপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। এতে কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সুখাইড় বড় হাটি জামে মসজিদের ইমামমাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও নোয়গাও জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা দিলমান আল হাবিব, মাওলানা মোস্তাফিজুর রহমান,মাওলানা বায়েজিদ আহমেদ প্রমুখ ।