রাজপথ অবরোধ করে চা শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চা শ্রমিকরা। বৃহস্পতিবার সাড়ে ১০ টার দিকে শহরের চৌমুহনা চত্বরে মজুরি বৃদ্ধিসহ শারদীয় দুর্গা পূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যানবাহন প্রায় আধাঘন্টা আটকে থাকে। এসময় এক পথ সভায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, খাইছড়া বাগান পঞ্চায়েত সভাপতি পুস্প পাইনকা, ডাকছড়া চা বাগান সভাপতি বেহুলা তাঁতী প্রমুখ। পরে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি প্রদান করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, আমরা গত ২দিন দুই ঘন্টা করে কর্মবিরতী পালন করেছি। কিন্তু আমাদের কর্মসূচী থেকে কোন দাবী পুরন তো দূরের কথা আমাদের সাথে কোন আলোচনাও করে নি তারা। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আমরা শহরের চৌমুহনায় বিক্ষোভ মিছিল করেছি। প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি দিয়েছি। আমাদের দাবী না মানলে আমরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এদিকে উপজেলা প্রাঙ্গনে চা শ্রমিকদের উদ্দেশ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আপনারা আমার কাছে প্রধানমন্ত্রী বরাবরে দেওয়া স্মারকলীপি তুলে দিয়েছেন। আমি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করছি। সরকার সব সময় চা শ্রমিকদের উন্নয়নে কাজ করছে। চা শ্রমিকদের প্রতি অনুরোধ আপনারা এই করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এভাবে ঝুঁকি নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই। যথাযথ কর্তৃপক্ষ আপনাদের বিষয়টি দেখবে বলে আশা করি। Share this:FacebookX Related posts: মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার বেতনের টাকায় খাদ্য সহায়তা তুলে দিলেন তাহিরপুর থানা পুলিশ তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান শালী-দুলাভাই’র অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় মাকে হত্যা! বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: অবরোধ করেচা শ্রমিকদেরবিক্ষোভরাজপথ