তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা সাত সদস্যের বাড়িতে রাতে খাদ্য দিলেন –ওসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা বালু পাথর শ্রমিক পরিবারের সাত সদস্যের জন্য খাদ্য সহায়তা বাড়ি বয়ে পৌছে দিলেন থানার ইন্সপেক্টর (ওসি) মো. আতিকুর রহমান। শুক্রবার রাত ১১টায় উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে ওসি নিজের ব্যাক্তিগত তহবিল হতে নিজেই ওই পরিবারের গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা সদস্যদের খাদ্য সহায়তা তুলে দেন। জানা যায়, ঢাকার গাজীপুরে তৈরী পোষাক কারখানা শ্রমিক সর্দি জ্বর কাশিতে মৃত্যুর পর নিকটাত্বীয় হিসাবে নামাজে জানাজা ও দাফনে শরীক হতে উপজেলার মাহতাবপুর গ্রামে বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন পাশ্ববর্তী মল্লিকপুর গ্রামের শ্রমিক পরিবারের কয়েক সদস্য। জানাজা শেষে গ্রামে ফেরার পর বিষয়টি জানাজানি হলে গ্রামবাসীর ভেতর ওই রাতে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রাতেই বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে ওই শ্রমিক পরিবারের নারী শিশু পুরুষ সহ সাত সদস্যকে বৃহস্পতিবার রাত হতে দুই সপ্তাহ (১৪) দিন হোম কোয়ারেন্টিনে থাকার নিদের্শনা দেয়া হয়। শুক্রবার দিনভর নিজ বাড়ি হতে বের না পেতে ওই শ্রমিক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। রাতে শ্রমিক পরিবারের গৃহকর্তা নিরুপায় হয়ে তাহিরপুর থানার ওসির সরকারি মুঠোফোনে কল করে কান্নাজড়িত হয়ে বলতে থাকেন, স্যার আমরা নিয়ম কানুন জানিনা বলেই নিকটাত্বীয়ের জানাজা ও দাফনে গিয়েছিলাম বলে আজ সারাদিন ঘর হতে বের হতে পারিনি, কাজেও যেতে পারিনি,পরিবারের সদস্যদের জন্য চাল ডাল তৈল সবজি কিছুই কিনতে পারিনি, তাই আজ রাত থেকে আমাদের পরিবারের সবাইকে উপোস পোহাতে হচ্ছে। ওসি আতিকুর রহমান শ্রমিক পরিবারের দূর্দশার কথা শুনে নিজের ব্যাক্তিগত তহবিল হতে চাল, ডাল, পেয়াজ,আলু,সাবান, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে রাতে ছুটে যান শ্রমিকের গ্রামের বাড়ি মল্লিকপুর। গভীর রাতে ওসি নিজে বাড়ি বয়ে খাদ্য সহায়তা তুলে দিতে গেলে শ্রমিক পরিবারের সদস্যরা স্বস্থির নি:শ্বাস ফেলে পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মল্লিকপুর গ্রামে শ্রমিক পরিবারের আঙ্গিনায় থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হাসান,এএসআই বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) আলী আহমদ, গ্রামের সমাজসেবক আছদ্দর মল্লিক সহ বেশ ক’জন গ্রামবাসী উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: তাহিরপুরে যুবগোষ্ঠীকে দেশের উন্নয়নে গড়ে তুলার লক্ষ্যে আলোচনা সভা তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০টি পরিবার তাহিরপুরে নারী নেতৃত্ব হস্থান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক-আব্দুল আহাদ তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ তাহিরপুরে নিম্ন আয়ের ১১ শত পরিবারে খাদ্য সহয়তা তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু তাহিরপুরে আশা’র ত্রাণ সামগ্রী বিতরণ তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী SHARES Matched Content দেশের খবর বিষয়: ওসিতাহিরপুরেরাতে খাদ্য দিলেনসাত সদস্যের বাড়িতেহোম কোয়ারেন্টিনে থাকা