জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে মারিয়া বেগম (৫) এক শিশু পানিতে ডুবে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। সে চিলাউড়া রওয়ারকান্দি গ্রামের দোলন মিয়ার মেয়ে।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, আজ শনিবার ( ২০ জুন) সকাল ১০টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ীর নিকটবর্তী হাওরের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির স্থানীয় গ্রামের হাওরের তাঁর মৃত দেহ ভাসমান অবস্থায় দেখে দ্রুত উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি সদস্য বাবুল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।