তাহিরপুরের বিশিষ্ট কয়লা আমদানিকারক হাজী মোঃ লিয়াতক আলী আর নেই !

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাঁটা গ্রামের প্রয়াত ইউপি চেয়ারম্যান হাজী ডা. এম এ জাহেরের জেষ্ট পুত্র ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. সবুজ আলমের ভাই হাজী মো. লিয়াকত আলী (৪৭) আর নেই (ইন্নালিল্লাহি……রাজেউন)তিনি উপজেলার তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রোপের একজন সদস্য হিসাবে বড়ছড়াস্থ শুল্ক ষ্টেশনে কয়লা আমদানিকারক ও পরিবেশক হিসাবে বিগত দুই যুগের এক সফল ব্যবসায়ী ছিলেন।

শনিবার রাত সাড়ে ১১টায় সিলেট মাউন্ট এ্যাডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যকালে তিনি স্ত্রী তিন ছেলে,দুই মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ জোহর গ্রামের বাড়ি মাটিকাঁটা পূর্বপাড়া মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।