রোগীর পেটে গজ রেখে সেলাই, চিকিৎসককে অব্যাহতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার ঘটনায় এক চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আরও দুই স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার বিকেলে এ আদেশ দেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। অব্যাহতিপ্রাপ্ত চিকিৎসক মো. তারেক অনারারি (অবৈতনিক) মেডিকেল অফিসার। তিনি এমবিবিএস পাস করে হাসপাতালের গাইনি বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন। কারণ দর্শানোর নোটিশ পাওয়া নার্সদের মধ্যে রয়েছেন মিঠু রানী দাস ও সুমী সরকার। অভিযোগ রয়েছে, গত ১৬ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন ঝালকাঠির নলছিটি উপজেলার এক নারী। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর কোন ভাবেই পেটের ব্যথা না কমায় আবারও তিনি হাসপাতালে ভর্তি হন। পরে ২২ মে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে গজ অপসারণ করা হয়। পরে এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান সার্জারি বিভাগের প্রধান ডা. নাজিমুল হক বলেন, দীর্ঘ তদন্ত শেষে দেখা গেছে ওই নারীর পেট সেলাই দেওয়ার দায়িত্বে ছিলেন ডা. তারেক এবং স্টাফ নার্স মিঠু রানী ও সুমী সরকার। দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পর গত শনিবার ওই তিন জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন হাসপাতালের পরিচালকের হাতে দেওয়া হয়। আজ তদন্ত প্রতিবেদন বিচার বিশ্লেষণ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন হাসপাতালের পরিচালক। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার মো. তারেকের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট ছিল। এছাড়া হাসপাতালের দুই স্টাফ নার্সেরও কর্তব্যে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ডা. তারেককে অব্যাহতি এবং ওই দুই নার্সকে শো-কজ করে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) বিষয়টি মৌখিক ও লিখিত ভাবে জানানো হয়েছে। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক মির্জাগঞ্জে করোনা আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা কর্মস্থলে যেতে পারছেন না ভোলার শ্রমজীবীরা মির্জাগঞ্জে আশা এনজিওর খাদ্য সহায়তা প্রদান গলাচিপায় হাতে নাতে ভুয়া ডাক্তার আটক আম্পানের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত বাউফলে সরকারী জমি দখল করে নির্মাণ করা হচ্ছে ভবন বাউফলে ঝুঁকিপূর্ণ সেতু এখন মরণফাঁদ প্রেম প্রত্যাখ্যান: মির্জাগঞ্জে যুবকের আত্মহত্যা বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল র্যাব ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: অব্যাহতিগজ রেখে সেলাইচিকিৎসককেরোগীর পেটে