জগন্নাথপুর পৌরসভায় ৩৬ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই)দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক বাজেট ঘোষণা করেন। এ উপলক্ষে এক সুধী সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ,বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নাগরিক ফোরাম নেতা নুরুল হক, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান প্রমুখ। সভায় ২০২০-২০২১ অর্থ বছরের ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা।বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা Share this:FacebookX Related posts: জগন্নাথপুর পৌরসভায় আরও তিনজনের করোনা শনাক্ত দৈনিক যুগান্তর জগন্নাথপুর প্রতিনিধির পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক ! শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয় মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক তাহিরপুরে ইমাম-মোয়াজ্জিনদের নগদ অর্থ সহায়তা তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ তাহিরপুরে করোনার নমুনা কালেকশন বুথ উদ্বোধন সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩৬ কোটি ৯০ লাখ টাকারজগন্নাথপুরপৌরসভায়বাজেট ঘোষনা