জাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা আটক

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।

বিজিবি সুত্রে জানাযায়,লাউয়েরগড় বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২০৩/১-এস নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে।
যার আনুমানিক সিজার মূল্য ৮৯,০০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় কয়লা ও বারকী নৌকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।