ধর্মপাশায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
??

চয়ন কান্তি দাস,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুর ২টায় স্থানীয় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সদর ইউপি আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী তালুকদার, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১১টায় বঙ্গবন্ধু চত্বর, আবদুল হেকিম চৌধুরী চত্বর ও হাবিবুর রহমান জতি মিয়া চত্বরে গাছের চারা রোপন করা হয়।