মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : সিলেট-আখাউড়া রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছে শনিবার বিকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মন্দিরা সাওতাল (২৫) নামে গৃহবধূর আত্মহত্যা করেছে।

সে সুরমা চা বাগানের মহঝিলের বলরাম হাসদা’র স্ত্রী। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করেছেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই হুমায়ুন কবির জানান-শনিবার বিকাল ৩টার দিকে চট্রগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মন্দিরা সাওতাল আত্মহত্যা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারনে সে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।