তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী সদরে ৩ টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাইদুর রহমান আরিফ(১৯), সদর উপজেলার নিরন্জনপুরের মজিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিরন্জনপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

নোয়াখালী জেলা পলিশ সুপার (এসপি) মো.শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিরন্জনপুরে চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সাইদুর রহমান আরিফকে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। এ সময় আরো ৪-৫ জন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে চোরচক্রের পরিচয় প্রকাশ করে জানান, সে চোরচক্রের একজন সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরি মামলা আদালতে বিচারাধীন।