টাঙ্গুয়ার হাওরে জেলেরুপী দুবৃক্তদের হামলায় পাঁচ জন আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে জেলেরুপী একদল দুবৃক্তের হামলায় কেন্দ্রীয় কমিটির এক নেতাসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতের মধ্যে নাম,আবদুল হালিমকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের মৃত বিক্রম আলীর ছেলে ও টাঙ্গুয়ার হাওর কন্দ্রেীয় গ্রাম উন্নয়ন কমিটির সদস্য। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংরক্ষিত জলাভুমি জেলা প্রশাসনের তদারকিতে থাকা টাঙ্গুয়ার হাওরের আলমদুয়ার জলমহালে এ হামলার ঘটনাটি ঘটেছে। টাঙ্গুয়ার হাওরের কমিউিনিটি গার্ড ও প্রত্যক্ষদর্শীরা জানান,সংরক্ষিত জলাভুমি টাঙ্গুয়ার হাওরের আলমদুয়ার নামে একটি বড় জলমহালে উপজেলার গোলাবাড়ি গ্রামের মুক্তারের ছেলে খসরুল আলমের নেতৃত্বে মঙ্গলবার সকাল হতে তিনটি নৌকায় করে ১২ হতে ১৪ জনের একটি স্বশস্ত্র জেলেরুপী দুবৃক্ত’র দল কোনাজাল ও কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ লুটে নামে। প্রায় লক্ষাধিক টাকার মাছ লুটেরপর খবর পেয়ে টাঙ্গুয়ার হাওর নিরাপক্তার দায়িত্বে থাকা কয়েকজন কমিউনিটি গার্ড বেলা সাড়ে ১০টার দিকে অবৈধভাবে মাছ লুটে বাঁধা দিতে গেলে লুটেরা চক্র দেশীয় অস্ত্রস্বস্ত্র লাঠি সোটা, ধারালো রামদা দিয়ে গার্ডদের ওপর হামলা চালায়। হামলাকারীদের রামদার কোপে রক্ষার্থ জখম হন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল হালিম। একই সময় হামলাকারিরা কমিউনিটি গার্ড সুপার ভাইজার বাবুল মিয়া, গার্ড স্বপন সরকার,মিলন মিয়া, আফিস আলী সহ আরো চারজনকে পিটিয়ে আহত করে। টাঙ্গুয়ার হাওর নিরাপক্তা কাজে থাকা আহত সুপারভাইজার সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, উপজেলার গোলাবাড়ির খসরুলের নেতৃত্বে ওই গ্রামের ডালিম,সেলিম,রিপন মিয়া,মাসুম মিয়া, শিবলু, নাঈম, নবীনুর সজিবসহ ১২ হতে ১৪ জনের দৃবৃক্ত মাছ লুটে নিয়ে যায় এবং রামদা, লাঠিসোটা দিয়ে হামালা করে আমাদেরকে আহত করেছেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি বলেন, টাঙ্গুয়ার হাওরে মাছ লুট ও হামলার খবর পেয়ে সরজমিনে পরিদর্শন করে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাছ লুটে ব্যবহ্নত জেলেরুপী দুবৃক্তদের একটি নৌকা ও বিপুল পরিমাণ জাল আটক করা হয়েছে এছাড়াও হামলাকারীদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও ইউএনও। Share this:FacebookX Related posts: যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত মৌলভীবাজারে সর্বনাশা আগুনে ৫ জনের প্রাণহানি তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত জাদুকাঁটায় কোয়ারি দখলে কিশোর খুন: ঘাতক গ্রেফতার করোনা ভাইরাস আতঙ্কে তাহিরপুরে ওরস ও পনতীর্থে স্নানযাত্রা উৎসব বন্ধ দোয়ারাবাজারে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মৃত্যু তাহিরপুরে নিরীহ পরিবারের উপড় হামলা-আহত ৫ ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব ট্রেনিং ও সিএসবিদের উপকরণ প্রদান মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন SHARES Matched Content দেশের খবর বিষয়: