দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, এনা পরিবহনের চালক সিলেটের ওসমানীনগরের ধরখা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩৮), সহকারী একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুরের মিয়াডরা গ্রামের মৃত আলীউর খানের ছেলে সালমান (২৫), সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান (৩৩), ব্রাক্ষণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর রাজামরিয়া কান্দি গ্রামের আলী হায়দার মেম্বারের ছেলে নুরুল আমিন (৫), ঢাকার ওয়ারি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সাগর (১৯) ও সিলেট নগরের আখালিয়া নতুনবাজার ৬০ নম্বর বাসার আব্দুর রশিদের ছেলে শাহ কামাল (৪৫)। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে মারা যায় শিশুসহ আরও তিনজন। লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বার বার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন। Share this:FacebookX Related posts: মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক তাহিরপুরে ইমাম-মোয়াজ্জিনদের নগদ অর্থ সহায়তা তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়ে-মুচড়ে নিহত ৭ শালী-দুলাভাই’র অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় মাকে হত্যা! বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ মন্ত্রীর জামাতাকে হারিয়ে দিলেন বিএনপি প্রার্থী ধর্মপাশায় প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই বাসের মুখোমুখি সংঘর্ষনিহত ৭