আজ হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : আজ মঙ্গলবার (৩১মে) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সফল করতে স্থানীয় সাংসদ জুয়েল আরেং এর পরামর্শক্রমে ইতিমধ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করে সকল প্রস্ততি সম্পন্ন করেছেন উপজেলা আওয়ামীলীগ। উপজেলায় বইছে উৎসবের আমেজ। উপজেলা জুড়ে চলছে ব্যানার, ফেষ্টুন ও তোরণ নির্মাণ। ইতিমধ্যে প্রায় দুই শতাধিক বাহারি রং এর তোরণ নির্মাণ করা হয়েছে উপজেলার বিভিন্ন সড়কে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দুইটি পর্বে উপজেলার কচুন্দরার প্রমোদ মানকিন অডিটরিয়াম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সন্মানিত সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সন্মানিত সদস্য ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, মোঃ আমিনুল হক শামীম সিআইপি, এডভোকেট সাদেক খান মিল্কী টজু, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহাম্মেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল,শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মুমিনুর রহমান জিন্নাহ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, সন্মানিত সদস্য ফিরোজ আহমেদ, হাবিবুর রহমান হাবীব, ইঞ্জিনিয়ার রতন দত্ত, বদরুল আলম প্রদীপ, লুৎফুন্নাহার বেগম লাকী। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ।

সর্বশেষ গত ২০১৩ সালের হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের সম্মেলনে সভাপতি প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা নির্বাচিত হন। ২০১৬ সালে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন মৃত্যু বরণ করার পর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সালে অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা মৃত্যু বরণ করার পর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন ও অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা আমৃত্যু সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন।

প্রায় সাড়ে ৯ বছর পর পুনরায় সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ হওয়ায় নেতাকর্মীদের মাঝে নেতৃত্ব নির্ধারণে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হচ্ছেন? উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। উপজেলা আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও সক্রিয় করতে একক প্রার্থী হিসেবে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এর সুযোগ্যপুত্র বর্তমান জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেংকে সভাপতির আসনে বসাতে চান তৃণমূল নেতাকর্মীগণ।

অপরদিকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকজন আত্ম প্রকাশ করেছেন। তাদের মধ্যে অন্যতম কয়েক জন হলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা ও ছয় বারের নির্বাচিত ভুবনকুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সুরুজ মিঞা। সম্মেলনের নেতৃত্ব নির্বাচনে কী বার্তা দেবে বিভাগীয় ও জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। স্থানীয় নেতাকর্মীরা বলেন, আমরা চাই একজন যোগ্যপ্রার্থী, সৎ ও কর্মঠ এবং ভাল মানুষ, যার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে। উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হবে। তৃণমূল নেতাকর্মীদের আস্থার কেন্দ্র বিন্দুতে পরিণত হবে। এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মীদের।