ভালুকায় মামার হাতে ভাগ্নি খুন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের গারোরটেক এলাকায় ০৬জুলাই রবিবার সন্ধ্যায় পাষন্ড মামার হাতে খুন হয়েছে ৪ বছরের শিশু ভাগ্নি রায়না। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। ঘাতক মামা আসাদুলকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের গারোরটেক এলাকার মিল শ্রমিক রাসেল মিয়ার শিশুকন্যা রায়না (০৪) কে তার আপন মামা একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসাদুল ওরফে আশু (৩৫) রবিবার সন্ধ্যায় শিশু রায়নাদের বাড়িতে তাকে নিয়ে ভাত খেয়ে রায়নাকে কুলে করে ভিক্টিম আসাদুল ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে কোদাল দিয়ে কুপিয়ে রায়নাকে খুন করে ঘরের বাহির দিয়ে তালা লাগিয়ে পালিয়ে যায়। নিহত রায়নার মা রেহানা আক্তার শিশু কন্যাকে খুজে না পেয়ে আসাদুল ওরফে আশু র ঘরের সামনে রায়নার জুতা দেখতে পেয়ে ডাক চিৎকারে প্রতিবেশিরা ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে মেঝেতে রায়নার লাশ দেখতে পেয়ে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দেয়।

দৈনিক সময় সংবাদ
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাফ পেন্ট খোলা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘাতক মামা আসাদুল ওরফে আশু (৩৫) কে উপজেলার সিডষ্টোর বাজার এলাকা থেকে পুলিশ আটক করেছে। এলাকাবাসী জানান, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক, ঘাতক আসাদুল ওরফে আশুকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ভালুকা মডেল থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।