ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূর্বধলা রেলগেটের পাশে ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনে সে কাটা পড়ে।

নিহত খাইরুল ইসলাম (৩০) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কবির খানের ছেলে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৮ নং লোকাল ট্রেনটি জারিয়া যাওয়ার পথে ৩৫১/৬-৭ এর মাঝামাঝি ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ভূঁইয়া জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। স্বজনদের দাবি, সে কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিল।