ময়মনসিংহে ৯০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন রামচন্দ্রপুর বাজারাস্থ ছোঁয়া এন্টারপ্রাইজ স-মিল এর সামনে পাকা রাস্তার উপর ৯০৫ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪,ময়মনসিংহ।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত মুক্তাগাছা ও কোতোয়ালী থানাধীন এলাকার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা ভাবে ফেন্সিডিল বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং একটি বড় ফেন্সিডিল এর চালান নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকযোগে মুক্তাগাছা রোড দিয়ে আসার সংবাদ পাওয়া যায়।

best online newspaper

smart


এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪,আকুয়া বাইপাস,ময়মনসিংহ এর স্কোয়াড কমান্ডার,এএসপি সমীর সরকার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ২৮/০১/২০২০ ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন রামচন্দ্রপুর বাজারাস্থ ছোঁয়া এন্টারপ্রাইজ স-মিল এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট করার সময় সন্দেহ মূলক ভাবে ট্রাক নং- ঢাকা মেট্রোঃ ট-১৬-১০৫৪ থামিয়ে তল্লাশী অভিযান পরিচালনা কালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক এবং হেলপার দৌড়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফাতরকৃত আসামীদ্বয়ের নাম ১। মোঃ শাহীনআলম (৩২), পিতা- মোঃ নুরুল ইসলাম ,সাং- সুখ সাগর,পোঃ রাজবাড়ী থানা- কোতোয়ালী, জেলা- দিনাজপুর,২। মোঃ রেজাউল ইসলাম(২২), পিতা-মোঃ খোরশেদ আলী, সাং- সন্দিয়ামাধই, পোঃ নগরবাড়ী, থানা-বিরল, জেলা- দিনাজপুর।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো মতে চালকের ডান পাশের সিটের নীচ থেকে ৯০৫বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক বর্ণিত ট্রাকসহ জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩,৫৭,৫০০/-টাকা। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।