হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনে সভাপতি নাদিম, সম্পাদক সাজ্জাদ হোসেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২১ হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনে সভাপতি নাদিম, সম্পাদক সাজ্জাদ হোসেন জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার(২২ অক্টোবর)সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে নাদিম আহমেদ ও সাধারণ সম্পাদক পদে খেজুর গাছ প্রতীক নিয়ে মো. সাজ্জাদ হোসেন বাচ্চু বিজয়ী হয়েছেন। নির্বাচনে বিজয়ী ও নিকটতম প্রতিদন্ধী প্রার্থীরা হলেন, সভাপতি পদে নাদিম আহমেদ ছাতা প্রতীক নিয়ে ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. শাহাব উদ্দিন ওমর সাকী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫০৫ ভোট। সহ-সভাপতি পদে মো. আবু বকর সিদ্দিক মোল্লা চাকা প্রতীক নিয়ে ৪৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো.আলমগীর হোসেন কলসি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন বাচ্চু খেজুর গাছ প্রতীক নিয়ে ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. দেওয়ান তাওহীদ শাহীন মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ভুইঁয়া মই প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. নাজমুল আলম উসমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯০ ভোট। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন রতন দোয়াত-কলম প্রতীক নিয়ে ৫০৭ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. আলমগীর হোসেন গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬১ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মো. তাজিকুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মো. আল আমিন উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছে ৩৪০ ভোট। এছাড়াও সম্মানিত সদস্য পদে মো. মফিজুল ইসলাম বেগ তারা প্রতীক নিয়ে পেয়েছে ৬৮১ ভোট, মো. মনিরুজ্জামান মানিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৯ ভোট এবং শেখ সাদির টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও সাংগঠনিক দুটি পদে একাধিক প্রার্থী না থাকায় দুজন প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, দপ্তর সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম মনির ও সমাজ কল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম। নির্বাচনের প্রাপ্ত ফালাফলের সত্যতা নিশ্চিত করেন, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আবদুর রশিদ, সহকারি নির্বাচন কমিশনার প্রভাষক সুলতান আহমদ ও প্রভাষক মো. আলমগীর হোসেন পাভেল। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ১১৬৬ জন ভোটারের মধ্যো ১০৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি পদের বিপরিতে ২০জন প্রতিদন্ধী প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ফলাফল প্রকাশ হালুয়াঘাটে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হালুয়াঘাটে আমদানী ও রফতানী কারক গ্রুপ’র নির্বার্চিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হালুয়াঘাটে বিপিএল জুয়া খেলা অবস্থায় ১৩ জুয়াড়ি আটক হালুয়াঘাটে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালি হালুয়াঘাটে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ হালুয়াঘাটে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাঁধাগ্রস্থ করতে অভিনব কৌশল হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে’র আরও দুইজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ৫ হালুয়াঘাট পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ স্থানীয় সাংসদ কে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের জেরে হালুয়াঘাট প্রেসক্লাবে নিন্দা হালুয়াঘাট পল্লী উদ্যোত্তা ঋণ তহবিলের আওতায় চেক বিতরণ হালুয়াঘাট প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন SHARES Matched Content দেশের খবর বিষয়: ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনেসভাপতি নাদিমসম্পাদক সাজ্জাদ হোসেনহালুয়াঘাট