দিনাজপুরে নাশকতার মামলায় ৯ জামাত-শিবির ক্যাডার কারাগারে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ৯, ২০২২ নিজস্ব প্রতিবেদক : জেলার নবাবগঞ্জে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ৯ জামাত-শিবির ক্যাডারকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। জানাগেছে, ২০১৩ সালে পেট্রোল বোমা নিক্ষেপ করে ধান বোঝাই ট্রাক ভস্মীভূত করার ঘটনায় দায়েরকৃত মামলায় জামাত-শিবিরের ৯ ক্যাডারকে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। দিনাজপুর কোর্ট পুলিশ পুরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, আজ সোমবার দুপুর দেড়টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়া জজ-৩ আদালতের বিচারক মো: রেজাউল বারী জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। জামাত-শিবির ক্যাডাররা আত্মপক্ষসমর্থন করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামীরা হচ্ছে, নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের জামাতের রোকন আব্দুস সালাম (৫২), আব্দুস জব্বার (৪৮), রহেদ আলী (৪২), সাইফুল (২৫), হাফিজুল (২৭), মনোয়ার (৩০), বাবু (২৬), জালাল (৩০) ও রফিকুল ইসলাম (৩৫)। উল্লেখ্য,২০১৩ সালের ১৭ জানুয়ারি রাত ৯টায় সারাদেশব্যাপী জামাত-শিবির ক্যাডারদের নাশকতামূলক তান্ডব চলাকালিন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে ১টি ধান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে ২১০ বস্তা ধান ভস্মীভূত হয়। ট্রাকের বডি ও সম্মুখের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় ট্রাক চালক ফরিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা জামাত-শিবির ক্যাডারদের আসামী করে পরদিন ১৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘসময় তদন্তের পর ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি ৪২ জামাত-শিবির ক্যাডারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। Share this:FacebookX Related posts: দিনাজপুরে মুক্তিপণ না দেয়ায় ৪ বছরের শিশু হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত সর্দার’ নিহত বিরামপুরে ভ্রাম্যমান আদালতে ১৪ জুয়াড়ির কারাদণ্ড দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে ৩৮৩ জন দিনাজপুরে সেনাবাহিনীর তৎপরতা বিরামপুরে ভুয়া এনজিও’র ফাঁদে যুবকরা, শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড দিনাজপুরে শীতের পিঠা ব্যবসা জমজমাট ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় নারীর ১০ বছরের কারাদণ্ড জামায়াত-শিবিরের ২৬ নেত-কর্মীর নামে মামলা দিনাজপুরে ট্রেনের টিকিটসহ কালোবাজারী গ্রেফতার কুড়িগ্রামে ৪ ভাইসহ ৮জনের যাবজ্জীবন SHARES Matched Content আইন আদালত বিষয়: ৯ জামাত-শিবির ক্যাডার কারাগারেদিনাজপুরেনাশকতার মামলায়