বিরামপুরে ভ্রাম্যমান আদালতে ১৪ জুয়াড়ির কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; দিনাজপুরের বিরামপুরে আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে চৌদ্দ জুয়াড়িকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তৌহিদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে শুক্রবার দুপুরে পুলিশ তাদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খিয়ার মামুদপুর গ্রামের মৃত আব্দুল কাদের এর ছেলে সুজন ইসলাম(২০) রমজান আলীর ছেলে শামিম হোসেন (২৫)মৃত্য আঃ জব্বারের ছেলে জুয়েল রানা (৩০) কসবা গ্রামের হাছিমুদ্দিন মন্ডল এর ছেলে দুলাল হোসেন (৩৮),আঃ জব্বার এর ছেলে রবিউল ইসলাম(২৫) ,কাছিমুদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪৮), কাজেম আলীর ছেলে আবুল কালাম (৪০), মোমিনুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৮) আঃ হামিদ এর ছেলে আনোয়ার হোসেন (৩০) শামসুদ্দিনের ছেলে মিরাজুল মন্ডল (৪৫) কফিল উদ্দিনের ছেলে আবুল কালাম (৫০) নাসির উদ্দিনের ছেলে রেজাউল হোসেন (২০) তমেজ উদ্দিনের ছেলে মাহবুর আলম (৪৮) ভাইগড় দক্ষিণ জগন্নাথপুর গ্রামের জোনাব আলীর ছেলে মেছের আলী (৪৫)। ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘উপজেলার কসবা সাগরপুর গ্রামে নুরুল ইসলামের বাড়িতে জুয়ার আসর বসে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ১৪ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ১৪ জুয়াড়িকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন’। Share this:FacebookX Related posts: বিরামপুরে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক বিরামপুরে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বিরামপুরে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এজিএম সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ভুয়া ডাক্তার আটক ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর বিরামপুরে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন-মেয়র লিয়াকত আলী বিরামপুরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত বিরামপুর থানায় হেল্প ডেস্ক উদ্বোধন করলেন পুলিশ সুপার বিরামপুরে মুদির দোকানে যৌন উত্তেজক সিরাপ: চার ব্যাবসায়ীর জরিমানা জামাতাকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন বিরামপুর মুক্ত দিবস পালিত স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন SHARES Matched Content আইন আদালত বিষয়: ১৪ জুয়াড়ির কারাদণ্ডবিরামপুরভ্রাম্যমান আদালত