ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মে ১০, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রয়েছে ১৯৭টি সরকারি আশ্রয় কেন্দ্র। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে সংস্কার কাজ চলছে। সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান, সোমবার দুপুরে জুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার সরকারি ১৯৭টি আশ্রয় কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে। এ ছাড়া ৭৪০টি স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠান দুর্যোগকালীন সময়ে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তত রয়েছে। তারা দুর্যোগ মুহূর্তে এসব মানুষদের সরিয়ে নিতে কাজ করবেন। এদিকে সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের মেঘমালার কারণে উপকুলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং কমবেশি বৃষ্টিপাত অব্যহত থাকবে। অপরদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কি.মি. বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪৪টি পয়েন্টের বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে ওই সকল দুর্বল স্থানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। Share this:FacebookX Related posts: সাতক্ষীরার অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের হাতে ভূয়া পুলিশ গ্রেফতার সাতক্ষীরায় র্যাবের অভিযানে ভূয়া নিয়োগ পত্রসহ দুই প্রতারক গ্রেফতার সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার ‘প্রশ্ন ফাঁস চক্রের সদস্য’ আটক ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা সাতক্ষীরা পৌরসভার জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা সীমান্তে মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সেই কলেজছাত্রী মরিয়মের মরদেহ মিলল বিলে চিতলমারীতে কিশোরকে পিটিয়ে হত্যা পুলিশের জালে ২কেজি গাঁজা সহ গ্রেফতার-১ বেনাপোলে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ‘অশনি’ঘূর্ণিঝড়প্রস্তুতমোকাবেলায়সাতক্ষীরা