বরিশাল-খুলনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২ অনলাইন ডেস্ক : ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল রুটে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ জানান, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ৪ জানুয়ারি দুপুরে ঝালকাঠি বাস টার্মিনালে আমাদের পিরোজপুরের এক সিনিয়র বাসচালক অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে। যা নিয়ে স্থানীয় বাসচালকরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আহত বাসচালক অরবিন্দ কুমার দাস অভিযোগ করে জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই খালি বাস নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী তোলে। এটা করার নিয়ম নাই। বারবার নিষেধ করলেও তারা এটা করে আসছে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। আমি বিষয়টির সুষ্ঠু বিচার চাই। Share this:FacebookX Related posts: যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতির পিতার পরলোক গমন ২ মার্চ জাতীয় ভোটার দিবস আবারও বেনাপোল পেট্রাপোল বন্দরে চালু হলো আমদানি-রফতানি বানিজ্য পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে সিটি মেয়রের আর্থিক চেক বিতরণ খুলনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ চিতলমারীতে সুদখোরের চাপে শিক্ষিকার আত্মহত্যা ইবি শিক্ষার্থী সোহেলের বাঁচার আকুতি! শার্শায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে ছাত্রলীগের : নারায়ণ চন্দ্র চন্দ এমপি ট্রাক-আলমসাধু সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু প্রাইভেট পড়তে গিয়ে খালা-ভাগ্নি নিখোঁজ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: অনির্দিষ্টকালের জন্যবরিশাল-খুলনা রুটেবাস চলাচল বন্ধ ঘোষণা