বারিতে কৃষি গবেষণার মানোন্নয়নে কর্মশালা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২ অনলাইন ডেস্ক : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) যৌথ আয়োজনে দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের গবেষণার মানোন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘এক্সটার্নাল এক্সপার্ট প্যানেল’ কর্তৃক পরিচালিত দিনব্যাপী এ উদ্বুদ্ধকরণ কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানীগণ অংশগ্রহণ করেন। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য প্রদান এবং প্যানেলের সদস্যদের পরিচয় করিয়ে দেন সাবেক সচিব ও কৃষি মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘এক্সটার্নাল এক্সপার্ট প্যানেল’ এর চেয়ারপার্সন ড. জহুরুল করিম। কর্মশালায় প্যানেলের পরীক্ষণ ও পর্যালোচনা প্রক্রিয়া বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ‘এক্সটার্নাল এক্সপার্ট প্যানেল’ এর সদস্য ড. রহিম উদ্দিন আহমেদ। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন বিএআরসি’র সদস্য পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ও ‘এক্সটার্নাল এক্সপার্ট প্যানেল’ এর সদস্য সচিব ড. মো. আবদুছ ছালাম ও বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারী বিজ্ঞানীদের সাথে প্যানেলের কার্যক্রম বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। Share this:FacebookX Related posts: বারিতে ডাল জাতীয় ফসলের সম্প্রসারণে কর্মশালা উন্নত জাতি গঠনে একাত্ম হোন : তথ্যমন্ত্রী একুশে পদক পাচ্ছেন ২১ ব্যক্তি-প্রতিষ্ঠান অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন তাদের বিচার হবেই: প্রধানমন্ত্রী ফুটপাতে ইফতার তৈরি-বিক্রি বন্ধের নির্দেশনা আইজিপির চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু একদিনে মৃত্যু ৪৭, শনাক্ত ২৬৬৬ আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম : রাষ্ট্রপতি বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ রোহিঙ্গা প্রত্যাবাসনের পদক্ষেপ কোনো কাজে আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী অর্থবছরে অর্থনীতির আকার হবে ৫০০ বিলিয়ন ডলার : অর্থমন্ত্রী সব হারানো মুরাদের বিরুদ্ধে ফের মামলার আবেদন SHARES Matched Content জাতীয় বিষয়: কর্মশালাকৃষি গবেষণারবারিতেমানোন্নয়নে