বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে ছাত্রলীগের : নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন সেই স্বপ্ন পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে ছাত্রলীগের।

মঙ্গলবার বিকালে খুলনার ডুমুরিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশারের সভাপতিত্বে ছাত্রলীগের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, ছাত্রলীগ গঠনে জাতির পিতার উদ্দেশ্য ছিল, দেশে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে উঠবে ছাত্রলীগ। তাই ছাত্রজীবনে রাজনৈতিক আদর্শ সংগ্রামে একজন সুনাগরিক, সৎ নাগরিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে ছাত্রলীগের আদর্শ হিসেবে অনুপ্রাণিত হয়ে লেখাপড়া শিখে তারা বিভিন্ন স্তরে যাবে। কেউ রাজনীতিবিদ হবেন, কেউবা শিক্ষক হবেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউবা আর্মি, কেউবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন।

এমপি আরও বলেন, ছাত্রলীগ করে শুধু একজন রাজনীতিবিদ হওয়ার চিন্তাভাবনা থাকলে হবে না। একজন ভালো কৃষিবিদ হওয়ার জন্যও ছাত্রলীগ করতে হবে। একজন ভালো ডাক্তার হওয়ার জন্যও ছাত্রলীগ করতে হবে। কারণ আদর্শভিত্তিক চরিত্রগঠন করে একজন ছাত্রলীগ ডাক্তার হলে সে হবে জনগণের জন্য নিবেদিতপ্রাণ। ছাত্রলীগ করে একজন কৃষিবিদ হলে সেও হবে নিবেদিতপ্রাণ ওই কৃষি ক্ষেত্রে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, প্রভাষক জিএম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, প্রভাষক গোবিন্দ ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, ছাত্রলীগ নেতা কাজী মেহেদী হাসান রাজা, সম কবিরুল হোসেন, শেখ মাসুদ রানা, আন্টু খান, কাজী ফাহাদ, রবিউল ইসলাম, আশিক তানভীর, কাজী নাজিব, রিয়াজ হোসেন, জিল্লুর রহমান, শেখ মিন্টু, কামরুল, লিমন, নয়ন, ইয়াছিন, রাজিব, বাপ্পি প্রমুখ।

সবশেষে প্রধান অতিথি ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ নিয়ে কেক কাটেন।