ইবি শিক্ষার্থী সোহেলের বাঁচার আকুতি!

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দুটি কিডনি নষ্ট হয়ে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল রানা।
২০১৬ সালে সর্বপ্রথম কিডনি জটিলতা ধরা পড়ে সোহেলের। তার কৃষক বাবা ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে নিঃস্বপ্রায়।

কিডনি প্রতিস্থাপনে ডোনারের সন্ধান মিলেছে। ডোনারের সঙ্গে তার কিডনি ম্যাচিং হয়েছে। স্বল্প সময়ের মধ্যে ভারতে তার কিডনি অপারেশন করাতে হবে। কিডনি প্রতিস্থাপনসহ অন্যান্য চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

তার বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডু থানার গোপীনাথপুর গ্রামে। বাঁচার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সোহেল।

নিম্নবিত্ত পরিবারের ছেলে সোহেল জানান, ২০১১ সালে এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। যা ছিলো তার গ্রামের সর্বপ্রথম জিপিএ-৫। ২০১৩ সালে সরকারি লালন শাহ কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৯০ পায়। ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় (আইন ও ইংরেজি) চান্স পেলে পরিবারের ইচ্ছাতে ইবিতে ইংরেজি বিভাগে ভর্তি হয়। দ্বিতীয় বর্ষের শেষের দিকে জানা যায় তার দুটো কিডনি নষ্ট।

সোহেল আরও জানায়, স্বপ্ন ছিল অন্তত বিসিএসের ভাইভা বোর্ড পর্যন্ত যাওয়ার। জীবনে চলে আসল মরণব্যাধি ডায়ালাইসিস। যা আর শেষ হল না। তার বাবা একজন কৃষক। তিনি বিলে মাছ ধরে সংসার চালান। তার পক্ষে এতো টাকা যোগার করা সম্ভব নয়। তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।

সোহেলের সঙ্গে যোগাযোগ করতে ও তাকে সহযোগিতা করতে নিচের নম্বরগুলো দেয়া হলো-

মো. সোহেল রানা : 01743700547 (বিকাশ), 017437005478 (রকেট), 01915519487 (নগদ), ডাচ-বাংলা 7017015485495 (এজেন্ট ব্যাংকিং), সোনালী ব্যাংক : 2405901012932 ব্রাঞ্চ : হরিনাকুন্ডু, ঝিনাইদহ।