খুলনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ৭, ২০২০ খুলনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ আতিয়ার রহমান,খুলনা ; রোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় গতাকাল বৃহস্পতিবার সকালে খুলনার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পাঁচশত ৭১ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ^াস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবিদুল্লাহ, সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়া থেকে ৭ মে পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রায় ৩৭ হাজার কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান, সবজি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধে পাটকল শ্রমিক, লেদার শ্রমিক, হর্কাস, মোটর শ্রমিক, মোটরযান শ্রমিক, ট্রাকচালক, বাসচালক, হেলপার, বেবিট্রেক্সি চালক, ইটভাটা, স’মিলস শ্রমিক, হোটেল, দর্জি শ্রমিক, স্বর্ণশিল্পী শ্রমিক, দোকান কর্মচারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ নি¤œআয়ের প্রায় ১৭ হাজার কর্মহীনদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খুলনার ২ এবং ৮ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট আটশত ৫৬ কর্মহীন নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। Share this:FacebookX Related posts: সিটি মেয়রের নিন্মআয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার খুলনায় পুলিশ সদস্যকে মারপিট: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত খুলনায় পাঁচ লাখের অধিক শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ খুলনায় ‘মাস্ক নাই যার, বাজার নাই তার খুলনায় আম্পানের তান্ডবে নানা সংকটে কয়রার গুচ্ছ গ্রাম গুলো কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: কর্মহীনদের মাঝেখুলনায়ত্রাণ বিতরণসিটি মেয়রের