শার্শায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

বেনাপোল প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শার্শা উপজেলা আ’লীগের উদ্যোগে রবিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরজুল হক মঞ্জুর সভাপতিত্বে শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল নেতাকর্মীদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না, তেমনি শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন না করলে বাঙালির অর্থনৈতিক মুক্তির সংগ্রামের দ্বার উম্মোচিত হতো না। শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের রূপকল্প ২০২১ বাস্তবায়ন প্রায় সম্পন্ন। রূপকল্প ২০৪১ এর পরিকল্পনা ও বাস্তবায়নের কর্মযজ্ঞও ইতোমধ্যে শুরু হয়েছে। তার নেতৃত্বেই বিশ্ব বলয়ে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ছাত্রনেতা আব্দুর রহিম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমুখ।